হবিগঞ্জে জেলা প্রশাসনের ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন নাজির করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার আইইডিসিআর থেকে তাদের আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। এরপর থেকে জেলা প্রশাসনের কার্যক্রম সীমিত করা হয়েছে।
আক্রান্তদের সার্কিট হাউজে স্থাপিত অস্থায়ী আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারা সব ধরণের প্রটেকশন নিয়ে মাঠে কাজ করছেন।
অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার জানান, যাদের পজেটিভ এসেছে তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। বাকিরা প্রটেকশন নিয়ে মাঠে কার্যক্রম পরিচালনা করছেন। তবে অফিসের কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে। অনলাইনে আবেদন জমা নেয়া হচ্ছে। সব ধরণের অভিযানসহ সব কার্যক্রম স্বাভাবিক আছে।
উল্লেখ্য, হবিগঞ্জে হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ৪ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে। যা সিলেট বিভাগে সবচেয়ে বেশি।
বিডি প্রতিদিন/হিমেল