হবিগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ২ জন ম্যাজিস্ট্রেট করোনা আক্রান্ত হওয়ার পরদিনই একজন সহকরি কমিশনার ভূমি (এসিল্যান্ড) করোনা আক্রান্ত হয়েছেন।
গতকাল রবিবার (২৬ এপ্রিল) রাতে সিলেট পরীক্ষাগার থেকে তার করোনা আক্রান্তের রিপোর্ট পজেটিভ এসেছে। বানিয়াচং উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মামুন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পজেটিভ রিপোর্ট আসার পরই তাকে আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত সহকারি কমিশনার ভূমি বানিয়াচংয়ে দায়িত্বরত আছেন।
এ বিষয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সিলেট ল্যাব থেকে গতকাল রবিবার রাতে একজনের করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। তিনি বানিয়াচং উপজেলার বাসিন্দা। ৩৩ বছর বয়সী একজন পুরুষ। তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ