ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুসহ নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার বাঞ্ছারামপুরে তিনজন এবং নাসিনরগর, আখাউড়া, বিজয়নগরে একজন করে আক্রান্ত। বাঞ্ছারামপুর ও বিজয়নগরে আক্রান্তদের মধ্যে দুইজন শিশু রয়েছে। আখাউড়ায় আক্রান্ত ব্যক্তি ভবঘুরে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৩৯ জনে। মারা গেছেন তিনজন। এ পর্যন্ত জেলা থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। সর্বশেষ সোমবার দুপুরে ছয়জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে।
সিভিল সার্জন একরাম উল্লাহ এসব বিষয় নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে দুইজনকে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে। তিনজনকে বাঞ্ছারামপুরে আইসোলেশনে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল