রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা টেস্টে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। আক্রান্তদের মধ্যে রংপুর সদরে পাঁচজন, তারাগঞ্জে তিনজন, বদরগঞ্জে একজন , ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুইজন, বালিয়াডাঙ্গীতে একজন, হরিপুরে চারজন, পঞ্চগড়ের দেবীগঞ্জে দুইজন ও দিনাজপুরের হাকিমপুরে একজন শনাক্ত হয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
রমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, রংপুর সদরে আক্রান্ত পাঁচজনের মধ্যে দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক (একজন ইন্টার্ন চিকিৎসক), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী দুই ব্যক্তি ও তাজহাট সূর্যের হাসি ক্লিনিকের একজন কর্মী।
এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৪ জন। এদের মধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৫ , নীলফামারীতে ১০, ঠাকুরগাঁওয়ে ১৬, রংপুরে ৩০, লালমনিরহাটে দুইজন, কুড়িগ্রামে নয়জন এবং পঞ্চগড়ে ছয়জন।
বিডি প্রতিদিন/হিমেল