কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম ফেরত সাইদুল ইসলাম (২৫) নামের এক গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালে নমুনা পরীক্ষার পর তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহবাজ। সাইদুল ফাঁসিয়াখালী ইঊনিয়নের কাচারিপাড়া এলাকার আবদুল মতলবের ছেলে।
বিষয়টি প্রশাসনকে অবহিত করার পর চকরিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন আক্রান্ত সাইদুলের বাড়ি লকডাউন করে দেন।
ডা. শাহবাজ বলেন, সাইদুল পেশায় চট্টগ্রামের ইপিজেড এলাকার গার্মেন্টকর্মী। গত ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে বাড়ি আসেন। বাড়ি আসার পর তার জ্বর, কাঁশি ও গলা ব্যথা শুরু হয়। বিষয়টি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে তার নমুনা সংগ্রহের পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, করোনায় আক্রান্ত সাইদুলের বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে আসার পর সে কোথায়, কার সংস্পর্শে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার