করোনাভাইরাসে দিনাজপুরের হাকিমপুরে আরও একজন (৩০) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি নারায়নগঞ্জ ফেরত। এনিয়ে দিনাজপুরে সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জন। এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানান, সোমবার সন্ধ্যায় প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে সদরে একজন পুরুষ রোগী শনাক্ত হয়েছে। এর বয়স ৩০ বছর। সে নারায়নগঞ্জ থেকে এসেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলিতে বাড়ি। এ নিয়ে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা হল ১৫ জন। এরআগে দিনাজপুর সদরে ৬ জন, ফুলবাড়ীতে ১ জন, নবাবগঞ্জে ৩জন, পার্বতীপুরে ১জন এবং বোচাগঞ্জে ১জন, ঘোড়াঘাটে ১জন, কাহারোলে ১জন শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৮৩১ জন। গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ১৬ জনের নমুনা সংগ্রহ করে হাসপাতলে পাঠানো হয়েছে। এ পর্যন্ত জেলায় ৪৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ৪০৪ জনের নমুনা পরিক্ষার ফলাফল আসে। সোমবার সন্ধ্যায় ৫১টির ফলাফল এসেছে। এর মধ্যে এক জনের পজিটিভ এবং বাকিগুলি নেগেটিভ। এ পর্যন্ত ১৫ জনের পজেটিভ হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার