নীলফামারীর রামগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা এলাকার দরিদ্রদের হাতে ‘শুভেচ্ছা উপহার’ তুলে দিয়েছে। এসব উপহারের মধ্যে ছিল পাঁচ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার তেল, একটি সাবান ও লবণ।
ব্যাচটির আমিনুল ইসলাম, মশিউর রহমান, জামিল হোসাইন, গোলাম মোস্তফা, আবু তাহের শাহ, রিপন চন্দ্র, মধুসূদন চন্দ্র ও আব্দুর রাজ্জাকসহ অন্যরা সোমবার রাতে বাড়ি বাড়ি গিয়ে এসব উপহার পৌঁছে দেন। উপহার বিতরণ কর্মকাণ্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ব্যাচের আকতারুজ্জামান।
আকতারুজ্জামান বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের এই সময়ে অনেকে কষ্টে দিনাতিপাত করছেন। তাই বন্ধুরা মিলে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক