চাঁদপুরে আরো ৭ জনের করোনা পজেটিভ। তার মধ্যে ২ জন পুলিশ সদস্য ও ২ জন ওষুধ কোম্পানীর প্রতিনিধি রয়েছেন। উপজেলা ভিত্তিক নতুন আক্রান্তের সংখ্যা হলো-চাঁদপুর সদরে ৪ জন (সবাই শহরের), কচুয়ায় ১ জন, ফরিদগঞ্জে ১ জন ও হাজীগঞ্জে ১ জন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে শনিবার দুপুরে জানানো হয়েছে, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৮ জন। মৃত ১১ জন (সদর উপজেলায় ৪ জন)। সুস্থ হয়েছেন ২১ জন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, শনিবার শনাক্ত ৪ জনের মধ্যে রয়েছেন পুলিশ লাইনে কর্মরত ১ জন ,পুলিশ সদস্য (২২), ব্যাংক কলোনীতে বসবাসকারী ওষুধ কোম্পানীর প্রতিনিধি (৪৬) ১ জন, পুরাণবাজার ঘোষপাড়া এলাকার ১ যুবক (৩১), গণি স্কুলের পেছনের ১ যুবক (৪০)।
সিভিল সার্জন অফিসে সূত্র জানায়, জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১১৮ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো-চাঁদপুর সদরে ৬৬, ফরিদগঞ্জে ১৫, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৭, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ২ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন