বাগেরহাটে নতুন করে আরো পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন ফকিরহাট উপজেলায় ও একজন বাগেরহাট সদরের বাসিন্দা নতুন করে পাঁচজন করোনা শনাক্তের মধ্যে দিয়ে জেলার ৭টি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। এর মধ্যে দুইজন মারা গেছেন। ১৪ জন এখন চিকিৎসাধীন রয়েছেন। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ফকিরহাট উপজেলার চারজন ও বাগেরহাট সদর উপজেলার একজনসহ সর্বমোট পাঁচজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে আইইডিসিআর থেকে জেলা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে। নতুন করোনা আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেয়ো হচ্ছে। এদের সংস্পর্শে আরো যারা এসেছে তাদের নমুনা পরীক্ষা করতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপালের পিসিআর ল্যাবে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/আল আমীন