প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন। এখনো আবিষ্কার হয়নি এই মহামারীর কোনও প্রতিষেধক। এর মধ্যে সুইডেনে দ্রুতগতিতে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা। সেখানে মাথাপিছু মৃত্যুহারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স এবং ইতালিকে ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুহার সুইডেনে এখন সর্বোচ্চ।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে সুইডেনে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৯২৫ জন। গত ১৩ মে থেকে ২০ মে পর্যন্ত এই সাতদিনের গড় হিসাবে করোনায় মৃত্যুতে বিশ্বে প্রথমে চলে এসেছে সুইডেন। দেশটি জনসংখ্যা এক কোটি ৯২ হাজার ৩৭১। এদিকে, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত ৫৩ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে মৃত্যু ছাড়িয়েছে তিন লাখ ৪০ হাজার। বিশ্ব যখন এরকম পরিস্থিতিতে তখন কিছুটা স্বস্তিতে চীন। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসে নতুন আক্রান্তহীন একটি দিন দেখল দেশটি।
বিডি-প্রতিদিন/শফিক