৬ জুন, ২০২০ ১৭:৪১

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

অনলাইন ডেস্ক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

ফাইল ছবি

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে করোনা আক্রান্ত ৭৯ বছর বয়সী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। আজ শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানিয়েছেন, বর্তমানে জাফরুল্লাহ স্যারের শ্বাসকষ্ট আছে। তবে শুক্রবারের (৫ জুন) মতো বেশি শ্বাসকষ্ট নেই। অক্সিজেন দেওয়া হচ্ছে কম পরিমাণে। সকালের নাস্তায় সামান্য পরিমাণে নরম খাবার খেয়েছেন। শারীরিক দুর্বলতা আছে খাওয়া-দাওয়া ঠিকমতো না করতে পারার কারণে।
 
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। উল্লেখ্য, গত ২৫মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
 
বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর