৭ জুলাই, ২০২০ ২০:২৩

করোনায় প্রাণ হারালেন ফেনীর সিভিল সার্জন

ফেনী প্রতিনিধি

করোনায় প্রাণ হারালেন ফেনীর সিভিল সার্জন

করোনায় কেড়ে নিল ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের প্রাণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১২ জুন তার করোনা পজিটিভ শনাক্ত হলে তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেময়ায় নিজের গ্রামের বাড়িতেই চিকিৎসা নেন। 

অবস্থার অবনতি হলে পরে ১৪ জুন ফেনী জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অক্সিজেন কাজ না করায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ১৮ জুন ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ১ জুলাই তাকে ভেন্টিলেশনে নেওয়া হলে ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার বিকালে তিনি মারা যান। 

তার স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রয়েছে। তিনি ফেনী জেনারেল হাসপাতাল ও ফেনীর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থার পদক্ষেপ নেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর