চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪ জন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২৪১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। এদের মধ্যে ৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৬৮ জনের নমুনার প্রতিবেদনের মধ্যে ১৪ জনের দেহে করোনা পজিটিভ প্রতিবেদন আসে। আক্রান্তদের ১০ জনের বাড়ি শিবগঞ্জ উপজেলায় ও ৪ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।
বিডি প্রতিদিন/আল আমীন