কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই নারীসহ চার জন মারা গেছে। হাসপাতালের করোনা ইউনিটে একজন, আইসিইউতে দুই জন এবং আইসোলেশন ওয়ার্ডে এক জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমেক হাসপাতালে ফাতেমা বেগম (৪৫) নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। ফাতেমা কুমিল্লার বুড়িচং উপজেলার লেয়াকত আলীর মেয়ে। এছাড়া আইসিইউ এবং আইসোলেশন ওয়ার্ডে মারা যান কুমিল্লার শুভরামপুর এলাকার আয়াত আলীর ছেলে শামছুজ্জামান (৫০), কুমিল্লার মুরাদনগর উপজেলার রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (৫৯) এবং কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার একমত উল্লাহর মেয়ে মমতাজ বেগম (৫৩)।
উল্লেখ্য, কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২১১ জন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৬৯ জন ও উপসর্গে ১৪২ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন