ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৯৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৬৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পিসিআর ল্যাবে ২১৫ টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩২ জন, নবীনগর উপজেলায় ১৮ জন, বিজয়নগর উপজেলায় ৩ জন, আখাউড়া উপজেলায় ১২ জন ও আশুগঞ্জ উপজেলায় ৮ জন রয়েছেন।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৬৬৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ও ২৬ জন মারা গেছেন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৮৯২ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন