দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১২২ জনের নমুনার পরীক্ষায় আরও ৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রতি চার জনের পরীক্ষায় একজনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৪৬ জনে। এর মধ্যে পুরুষ ৮৪৫, নারী ২৬১ ও শিশু ৪০ জন।
শতকরা ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জনসহ জেলায় মোট সুস্থ হলেন ৬৮২জন।
এসব তথ্য নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদরে ১৭ জন, বিরামপুরে পাঁচজন, পার্বতীপুরে দু’জন, বীরগঞ্জে দু’জন, বিরলে দু’জন, কাহারোলে একজন, হাকিমপুরে একজন ও নবাবগঞ্জে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে হোম আইসোলেশনে ৪১৭জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১০জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫জন।
বিডি প্রতিদিন/কালাম