চাঁদপুরে নতুন করে ৩০ জনের পজেটিভ এসেছে। নতুন ৩০ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫২ জন। করোনায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮০৫ জন।
শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৫৯টি। তার মধ্যে পজিটিভ ৩০টি এবং নেগেটিভ ২৯টি।
আক্রান্ত ৩০ জনের মধ্যে চাঁদপুর সদরে ৫ জন, ফরিদগঞ্জে এক জন, হাজীগঞ্জে ৬ জন (এর মধ্যে উপসর্গে মৃত কামরুন নাহার (৫৪), কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৩ জন, মতলব উত্তরে ৭ জন, মতলব দক্ষিণে এক জন ও হাইমচরে ২ জন।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, আজকে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪৫২ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৪৮, ফরিদগঞ্জে ১৭২, হাজীগঞ্জে ১৪১, কচুয়ায় ৬৪, শাহরাস্তিতে ১৪৮, মতলব উত্তরে ১০১, মতলব দক্ষিণে ১৬৬ ও হাইমচরে ১১২জন।
জেলায় মৃত্যুর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে চাঁদপুর সদরের ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তিতে ৫, কচুয়ায় ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে এক জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন