৮ আগস্ট, ২০২০ ০৩:৩২

১১ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন স্বামী-স্ত্রী

অনলাইন ডেস্ক

১১ দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন স্বামী-স্ত্রী

বরাবর ছিলেন তারা একে অপরের প্রিয় বন্ধু। বন্ধুত্ব, ভালোবাসায় বিয়ের পর কেটে গিয়েছিল ৩৫ বছর। কিন্তু মৃত্যুর পরেও বন্ধুত্বের বন্ধন কাটতে দিলেন না তারা। ১১ দিনের ব্যবধানে দু’জনেই চলে গেলেন অন্য পৃথিবীতে।

ক্যালিফোর্নিয়ার কেইথ রবিনসনের বয়স ৬২, তার স্ত্রী গেনডোলিনের বয়স ছিল ৬০। দু’জনেই করোনা ছাড়াও আরও নানারকম রোগে ভুগছিলেন। কেইথের ছিল ডায়াবেটিস, গেনডোলিনের ব্লাড ক্যান্সার ছাড়াও ছিল হাঁপানির টান।

কেইথকে হাসপাতালে ভর্তি করা হয় ১৪ জুলাই, তার দু’ দিন আগে অর্থাৎ ১২ জুলাইতেই হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্ত্রী। ৬ দিন পর গেনডোলিনের মৃত্যু হয় ১৮ জুলাই, কেইথ মারা যান ২৯ জুলাই। তাদের ফেয়ারওয়েলের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ অগাস্ট। কেইথ-গেনডোলিনের সংসার ৩৫ বছরের। তাদের চার সন্তান ও ১০ জন নাতি-নাতনি রয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর