শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, পুলিশ সুপার কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন। এখন বেশ ভালো আছেন। তিনি সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।
জানা গেছে, করোনার এই কঠিন সময়ে আইসোলেশনে থাকা অসংখ্য মানুষের সাথে দেখা করেছেন তিনি। অনেকের বাড়ি গিয়ে ত্রাণ ও রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন। রাস্তাঘাটে অসংখ্য মানুষকে মাস্ক পরে দিয়েছেন। আলোচিত এই পুলিশ সুপার এখন নিজেই আক্রান্ত হয়ে লড়াই করছেন প্রাণঘাতী করোনার বিরুদ্ধে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত শেরপুর জেলায় মোট ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯১ জন। আর করোনায় মারা গেছেন চারজন।
বিডি প্রতিদিন/এমআই