৮ আগস্ট, ২০২০ ২০:৫২

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই ব্যক্তি হলেন, শাজাহানপুর বড়পাথার এলাকার খামারী হেফজুল ইসলাম (৫০) এবং শিবগঞ্জের উপজেলার মহাস্থান এলাকার ব্যবসায়ী আলহাজ্ব সাখাওয়াত হোসেন (৭৫)। 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে হেফজুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং দুপুর সোয়া দুইটার দিকে সাখাওয়াত হোসেন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. খায়রুল বাশার মমিন জানান, ২৪ জুলাই করোনায় শনাক্ত হন হেফজুল ইসলাম। শ্বাসকষ্ট ও জ্বরের তীব্রতা বেড়ে যাওয়ায় শুক্রবার (৭ আগস্ট) সকাল পৌণে ১০টার দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। পরে শনিবার সকালে হেফজুল ইসলাম মারা যান।

ডা. মমিন বলেন, হেফজুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। একই সাথে লাশ জীবাণুমুক্ত করে পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।

অপরদিকে, টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, ৪ আগস্ট দুপুরে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন সাখাওয়াত হোসেন। নমুনা পরীক্ষার ফলাফলে ওই দিনই তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। 

আব্দুর রহিম রুবেল আরও জানান, লাশ জীবাণুমুক্ত করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর