দিনাজপুরে গত ২৪ ঘন্টায় পুলিশসহ ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৭১৭ জন। তবে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৪ জন সুস্থসহ জেলায় সুস্থ হলেন ২০৭৬ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ৫৩ জন।
এইসব তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। তিনি জানান, আক্রান্ত ৩৭ জনের মধ্যে দিনাজপুর সদরে ২০ জন, বিরলে দুইজন, বিরামপুরে ছয়জন, বীরগঞ্জে তিনজন, বোচাগঞ্জে দুইজন, চিরিরবন্দরে একজন, হাকিমপুরে একজন, নবাবগঞ্জে একজন ও পার্বতীপুরে একজন করোনায় আক্রান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন