কুমিল্লায় নতুন করে আরও ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪০ জনে।
শনিবার (২২ আগস্ট) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ জন, চৌদ্দগ্রাম ও হোমনার পাঁচজন করে, নাঙ্গলকোট, দাউদকান্দি, মনোহরগঞ্জ, মেঘনা, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার একজন করে, লাকসাম ও চান্দিনার চারজন করে, বরুড়ার সাতজন ও দেবীদ্বারের দুইজন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চৌদ্দগ্রামের ৯০ বছর বয়সী এক মৃত নারীর ফল পজিটিভ এসেছে। জেলায় মোট মারা গেছেন ১৬৩ জন।
উল্লেখ্য, জেলায় ৩০ হাজার ১৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট ফল এসেছে ২৯ হাজার ৫১৬টি নমুনার।
বিডি প্রতিদিন/ আবু জাফর