গত বছর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বর্তমানে সারা বিশ্বে সব দেশেই ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমন পরিস্থিতিতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য।
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে উহানের কর্মকর্তারা বেইজিংকে সপ্তাহের পর সপ্তাহ অন্ধকারে রেখেছে, ক্রমে যা মহামারিতে পরিণত হয়েছে, এমনই তথ্য সামনে এনেছে আমেরিকার গোয়েন্দারা।
মার্কিন গোয়েন্দারা বলেছেন, চাইনিজ কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা নিজেদের মধ্যেও খোলামেলাভাবে তথ্য আদান-প্রদান করেনি। সঠিক এবং যথাযথ তথ্য পৌঁছয়নি বেইজিংয়ের কাছে।
মার্কিন গোয়েন্দাদের পক্ষ থেকে ভাইরাসের উৎস সম্পর্কিত শেষ আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, “তাঁরা প্রতিমুহূর্তে আসা তথ্যগুলো পরীক্ষা করে দেখছে যে তা কারোর সংস্পর্শে বা প্রাণির দেহ থেকে ছড়িয়েছে কি না। এছাড়া উহানের ল্যাবরেটরি থেকে তা ছড়িয়ে পড়েছে কি না”।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ