দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশসহ ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫৩ জন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন সুস্থ হয়েছেন। তবে মোট সুস্থ হয়েছেন ২ হাজর ১২৮ জন। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্য ৫৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে ৫০৫ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছয়জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৬১ জন।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ৩৬ জনের মধ্যে দিনাজপুর সদরে ১৮ জন, বিরলে চারজন, বীরগঞ্জে একজন, চিরিরবন্দরে চারজন, ফুলবাড়ীতে একজন, ঘোড়াঘাটে একজন, নবাবগঞ্জে একজন ও পার্বতীপুরে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে।
তিনি আরও জানান, শনিবার রাতে প্রাপ্ত তথ্যমতে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৬৫টি নমুনার ফলাফলের মধ্যে নতুন ৩৬ জনের করোনা পজিটিভ, ১টি ফলোআপ পজিটিভ আর বাকি ১২৮টি নেগেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/এমআই