বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪৯ জনে। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ১৯ জন মারা গেলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৭৬ জন।
নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৭ জন, মোংলা উপজেলায় ১ জন ও কচুয়া উপজেলায় ১ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪৯ জনে।
বিডি প্রতিদিন/হিমেল