কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। আজ আক্রান্ত হয়েছেন নয় জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫৪৯ জন। এদিনে সুস্থ হয়েছেন ৩৪ জন। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৯৯৬ জন। মোট মারা গেছেন ১৬৩ জন। কুমিল্লা জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রবিবার নতুন করে আক্রান্ত নয় জনের মধ্যে চারজন কুমিল্লা নগরীর। অন্যরা হচ্ছেন- বুড়িচং, বরুড়া , ব্রাহ্মণপাড়া, মুরাদনগর ও লালমাই উপজেলায় একজন করে। জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৮৭ জনের নমুনা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৯ হাজার ৫৬৯ জনের।
বিডি প্রতিদিন/এ মজুমদার