নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ জনে।
এদিকে, শহরের খানপুরে অবস্থিত কোভিড ডেডিকেটেড হাসপাতালের (৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বানু রাণী সাহা নামে করোনা আক্রান্ত এক নারী মারা গেছেন। তিনি নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা।
রবিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, আজ জেলায় ১৪ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৫ জন, সদরে ৩ জন, বন্দরে ৩ জন, আড়াইহাজারে ১ জন ও সোনারগাঁয়ে ২ জন রয়েছেন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত নারায়ণগঞ্জে ৬ হাজার ২৬৬ জন করোনা আক্রান্তের মধ্যে ৫ হাজার ৮৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৩০ জন।
বিডি প্রতিদিন/ আবু জাফর