সিঙ্গাপুরে নতুন করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার জানিয়েছে। এতে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৫৩ জন।
আক্রান্তদের মধ্যে রবিবার সুস্থ হয়েছেন ২৪৪ জন। মোট সুস্থের সংখ্যা ৫৪ হাজার ১৬৪ জন। বাকি যে ৭৬ জন হাসপাতালে চিকিৎসাধীন তাদের সবার অবস্থা উন্নতির দিকে। দুই হাজার ৮৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
সম্প্রতি নতুন করে স্থানীয় কেউ আক্রান্ত হয়নি। ১৩ জন যে বাইরের দেশ থেকে সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে পাঁচ জন সিঙ্গাপুরের যারা ভারত থেকে চলতি মাসের ১১ তারিখ ফিরেছে। আরো দুজন ১১ আগস্ট ভারত ও ফিলিপাইন থেকে এসেছেন। কাজের সূত্রে ফিলিপাইন থেকে এসেছেন দু'জন। দু'জন এসেছে স্টুডেন্ট ভিসায়। বাকি দুজন এসেছেন ২১ আগস্ট এবং দুই জনই বাংলাদেশী। একজন এসেছেন চিকিৎসা করাতে এবং আরেকজন পরিবারকে দেখতে এসেছেন। তাদের সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার