সিলেটবাসীকে গত দুইদিন যেন স্বস্তি দিল মহামারি করোনা। এ দুইদিন বিভাগে ভাইরাসটি কারো মৃত্যু হয়নি। তবে দুইদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬৪ জন।
এদিকে, রবিবার সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১২ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৩, সুনামগঞ্জের ১৮ ও মৌলভীবাজারে ৩১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১০৮০৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৭১৩, সুনামগঞ্জে ২০৪৭, হবিগঞ্জে ১৫৩৯ ও মৌলভীবাজার জেলায় ১৫০৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৩৮ জন। এর মধ্যে সিলেটে ৭২, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজারে ১৯ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫২ জন। এর মধ্যে সিলেটে ৪২ ও সুনাগঞ্জে ১০ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮১৬ জন। এর মধ্যে সিলেটে ৪১১২ সুনামগঞ্জে ১৬৫৮, হবিগঞ্জে ১০০৯ ও মৌলভীবাজারে ১০২৭ জন।
অপরদিকে, সিলেট বিভাগে গতকালও করোনা কারো প্রাণ কাড়েনি। তাই মোট মৃতের সংখ্যা আগের মতো ১৮৭। এর মধ্য সিলেটে ১৩৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।
বিডি প্রতিদিন/আরাফাত