ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮ জনে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ জেলায় নতুন করে ৫৫ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ জন, পীরগঞ্জ উপজেলায় ৮ জন, রাণীশংকৈল উপজেলায় ৭ জন, হরিপুর উপজেলায় ২ জন রয়েছেন।
উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত ৯৭৮ করোনা আক্রান্তের মধ্যে ৫৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১৮ জন।
বিডি প্রতিদিন/ আবু জাফর