মহামারী করোনাভাইরাসের কারণে ৬ মাসে গ্রাহকদের ১৪০ কোটি ডলার ফেরত দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স। কোভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ রিফান্ড হিসেবে সংস্থাটি গ্রাহকদের এই অর্থ ফেরত দিয়েছে।
গতকাল সোমবার এক বিবৃতিতে এমিরেটস জানিয়েছে, গত মার্চ থেকে চলতি সেপ্টেম্বর গত ছয় মাসে এয়ারলাইন্সটি ১৪০ কোটির বেশি রিফান্ড আবেদন সম্পূর্ণ করেছে। যা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রায় ৫০০ কোটি দিরহামেরও বেশি।
গত মার্চে শেষ হওয়া অর্থ বছরে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের নিট মুনাফা হয়েছে ১১০ কোটি দিরহাম (২৮৮ মিলিয়ন)। এর আগের বছরে এয়ারলাইন্সটির নিট মুনাফা হয়েছিল ২৩৭০ মিলিয়ন ডলার। এ নিয়ে টানা ৩২ বছর মুনাফা করেছে এমিরেটস। কিন্তু করোনার কারণে ২০২০ সালে সম্ভবত ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এমিরেটস।
সংস্থাটি জানিয়েছে, মহামারির আগে ১৫৭টি গন্ত্যব্যে ফ্লাইট পরিচালনা করা হতো। কিন্তু বর্তমানে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে ৮০টি গন্তব্যে।
বিডি প্রতিদিন/ফারজানা