বাংলাদেশের গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার আরও কমেছে। প্রায় ১৫ হাজারের মত নমুনা পরীক্ষা করে প্রায় ১৯০০ জন রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার দাঁড়িয়েছে সাড়ে ১২ শতাংশের সামান্য বেশি।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এই তথ্য জানা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন। এনিয়ে বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৫৫২ জন।
শনাক্তের মোট সংখ্যা ১,৮৯২ জন। এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন।
গত ২৪ ঘণ্টায় হাজার ১৪,৯৭৩ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষা হওয়া নমুনার অনুপাতে শনাক্তের হার ১২.৬৪ শতাংশ।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯.৮৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,২৩৬ জন। এদের নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে মোট ২ লাখ ২৭ হাজার ৮০৯ জন কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ।
গত চব্বিশ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ১৭ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যতজন মারা গেছেন, তাদের বেশিরভাগেরই বয়স ষাটের বেশি।
বিডি প্রতিদিন/আরাফাত