কুমিল্লায় মঙ্গলবার নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ৪২ জনের। এদিন সুস্থ হয়েছেন ৩৯ জন। মোট সুস্থ পাঁচ হাজার ৫৬১ জন। কুমিল্লার সিভিল সার্জন সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৯ জন, আদর্শ সদরে তিনজন, নাঙ্গলকোটে ছয়জন, বরুড়ায় চারজন, লালমাই ও মনোহরগঞ্জে একজন করে।
সুস্থদের মধ্যে রয়েছেন সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, নাঙ্গলকোটে চারজন, মনোহরগঞ্জে পাঁচজন ও সদর দক্ষিণে সাতজন। মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে নাঙ্গলকোটে ৬৫ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। জেলায় সর্বমোট মারা গেছেন ১৮৮ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার