দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২৯ হাজার ২৫১ করোনা রোগী। অন্যদিকে একই সময়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৫২ জনে।
মঙ্গলবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সারাদেশে ক্রমেই করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতার হার বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৮০৯ জনে। শনাক্ত বিবেচনায় মোট সুস্থতার হার ৬৯ দশমিক ১৯ শতাংশ।
দেশের ৮ বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ এক হাজার ৭৮৭ জন রোগী সুস্থ হন। সর্বনিম্ন ১৭ জন রোগী সুস্থ হয়েছেন ময়মনসিংহ বিভাগে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা মোট রোগীদের মধ্যে অন্যান্যে বিভাগের মধ্যে-চট্টগ্রামের ৫৬৮ জন, রংপুরের ১৩৩, খুলনার ৩৩৯, বরিশালের ৫৪, রাজশাহীর ২৬৫ এবং সিলেট বিভাগের ৭৩ জন রয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন