মহামারী করোনাভাইরাসে ২ লাখ মৃত্যু যুক্তরাষ্ট্রের জাতীয় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক পরিচালক ডা. টম ফ্রিয়েডেন।
তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। কারণ করোনায় সব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি এবং এটা খুবই আতঙ্কজনক একটি সংখ্যা।
ডা. টম ফ্রিয়েডেন বলেছেন, আত্মহত্যা, খুন, এইডসের চেয়ে করোনায় বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রে মৃত্যুর শীর্ষ তিন কারণের একটি হওয়ার দৌড়ে রয়েছে করোনা।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় বুধবার মারা গেছে ১২৯৩ জন, যা ১৯ আগস্টের পর সর্বোচ্চ।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা