২০ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪৫

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন চার হাজার ৯৩৯ জন। একই সময়ে ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৫৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জনে দাঁড়াল।

করোনায় মারা যাওয়াদের মধ্যে পাঁচ বিভাগের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে চার, রাজশাহীতে এক, খুলনায় এক এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। তবে দেশের আট বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল, সিলেট ও ময়মনসিংহে করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ২৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও নয় জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ২১ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর