২৩ সেপ্টেম্বর, ২০২০ ০৮:৫৩

যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ মৃত্যুকে 'লজ্জা' বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ মৃত্যুকে 'লজ্জা' বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'তার প্রশাসন করোনা থেকে আমেরিকানদের রক্ষায় খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে।' ট্রাম্পের সেই বক্তব্য সত্ত্বেও সম্প্রতি দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যায়।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজ থেকে পেনসেলভানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন আগামী নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। এসময় করোনায় এত বেশি সংখ্যক মৃত্যুর বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান এক রিপোর্টার। তার উত্তরে ট্রাম্প বলেন, 'এটা লজ্জাজনক। এটা খুবই ভয়ঙ্কর। চীনের জন্যই সারা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা যথোপযুক্ত পদক্ষেপ না নিলেও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হতো।'

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখনো দেশটিতে করোনার মৃত্যুর ঘটনা ঘটছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর