করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে মারাত্মকভাবে করোনার সংক্রমণ বৃদ্ধির মুখে পড়েছে জার্মানি। পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
তবে পদ্ধতিগত উপায় অবলম্বনের সঙ্গে সঙ্গে কঠোর বিধিনিষেধ আরোপ করা গেলে এখনও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্ত সামগ্রিক পরিস্থিতি আশঙ্কাজনক। এসব বলেই সতর্ক করেছেন জার্মানির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।
দ্বিতীয় দফায় ইউরোপজুড়ে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার নতুন করে জার্মানিতে একদিনে রেকর্ড সর্বোচ্চ ১১ হাজার ২৮৭ সংক্রমণ শনাক্ত হওয়ার পর দেশের সামরিক পরিস্থিতি তুলে ধরে এমন কথাই বলেন দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কচ ইনস্টিটিউটের সংক্রামক রোগ বিভাগের প্রধান লোথার ওয়েলার।
এদিকে, নতুন করে প্রকোপ নিয়ন্ত্রণে জার্মানি ছাড়াও অনেক দেশ ফের বিধিনিষেধ আরোপ করেছে নয়তো ফের আরোপের পরিকল্পনা করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ