২৮ অক্টোবর, ২০২০ ১৩:৩১

মে মাসের পর ব্রিটেনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

অনলাইন ডেস্ক

মে মাসের পর ব্রিটেনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু

গত ২৭ মে'র পর কভিড-১৯ এ আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ব্রিটেনে। মঙ্গলবার সরকারি তথ্যে দেখা গেছে, করোনায় দেশটিতে মারা গেছে ৩৬৭ জন এবং আক্রান্ত হয়েছে আরও ২২ হাজার ৮৮৫ জন।

ব্রিটেনে পজিটিভ হওয়ার ২৮ দিনের মধ্যে মারা গেলে তা কভিড-১৯ এ মৃত ব্যক্তিদের তালিকায় যোগ করা হয়।

মঙ্গলবার প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, গ্রীষ্মের সময় ব্রিটেনের বাসিন্দাদের মধ্যে করোনাভাইরাস অ্যান্টিবডির পরিমাণ কমে গেছে।

ব্রিটেনে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৪৫ হাজার ৩৬৫ জন, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। তবে জাতীয় পরিসংখ্যান ইন্সটিটিউটের মতে, এই সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি।

সূত্র: এবিসি অস্ট্রেলিয়া

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর