করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তুরস্কের শীর্ষ দুজন কর্মকর্তা, যারা সব সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কাজ করেন। খবর আল-জাজিরার।
আক্রান্ত ব্যক্তিরা হলেন-তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু।
শনিবার ইব্রাহিম কালিন বলেন, তার মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে এবং এজন্য তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি কতদিন ধরে অসুস্থ, তা জানাননি।
এদিকে, নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তিনি বলেন, গত সোমবার অসুস্থবোধ করার পর তিনি, তার স্ত্রী ও মেয়ের সবার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে পরিবারের সবাই এখন কিছুটা ভালো বোধ করছেন বলেও জানান তিনি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার বেলা ১১টা পর্যন্ত তুরস্কে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৩৬৭ জন। আর মারা গেছেন ১০ হাজর ২৫২ জন।
বিডি প্রতিদিন/এমআই