সিরিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার মানবিক ত্রাণ সহযোগিতার প্রথম চালান পাঠিয়েছে। রবিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে দেশটি বলেছে, পাকিস্তানের একটি বিমান চিকিৎসা সরঞ্জাম, আড়াই লাখ মাস্ক, কয়েক হাজার প্রোটেক্টিভ গিয়ার এবং অন্যান্য স্বাস্থ্যসেবার পণ্য নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে রওয়ানা হয়।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে এসব সামগ্রী পাকিস্তান সরকার ভ্রাতৃপ্রতীম সিরিয়াকে সরবরাহ করেছে। এসব পণ্য নিয়ে বিমানটি সিরিয়ার উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইসলামাবাদে সিরিয় দূতাবাসের কর্মকর্তারা।
২০১১ সালে সিরিয়ার সংকট শুরু পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দামেস্ক-বিরোধী অবস্থান নেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করে। কিন্তু ইসলামাবাদ সরকার সে চাপের কাছে নতি স্বীকার না করে বরং একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে।
পাকিস্তান সরকার দামেস্কের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়িয়ে চলেছে। এরই অংশ হিসেবে গত মাসে দু দেশ সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে নতুন উদ্যোগ নিয়েছে।
সূত্র: ইরানি সংবাদ সংস্থা ইরনা
বিডি প্রতিদিন/আবু জাফর