করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে ৫ মাসের মধ্যে প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় স্থানীয় কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
শুক্রবার রাত ৮টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় দেশটিতে একজনের শরীরেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৯ জুনের পর প্রথমবারের মতো দেশটিতে এমন ঘটনা ঘটল।
অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের কেন্দ্রস্থল ভিক্টোরিয়ায় ১১২ দিনের লকডাউন শেষে পরপর দুদিন সেখানেও কেউ আক্রান্ত হয়নি।
আগামী কয়েক দিনের মধ্যে অতিরিক্ত বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানান, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট চমৎকার সব কর্মকর্তা-কর্মচারী এবং অস্ট্রেলিয়ার সাধারণ মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তাদের প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।
অস্ট্রেলিয়া এ পর্যন্ত ২৭ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৯০০ জন, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ