২৬ নভেম্বর, ২০২০ ১০:৩৮

বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ২৬ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ২৬ হাজার ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ২৬ হাজার। আর আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৭ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ২৬ হাজার ৮২৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭ লাখ ১৯ হাজার ৯৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২০ লাখ ৩০ হাজার ২৩৪ জন।

যুক্তরাষ্ট্রে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, ২ লাখ ৬৮ হাজার ২১৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন আক্রান্ত হয়েছেন। 

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ৬৬ হাজার ৬৯৭ জন। এখন পর্যন্ত এক লাখ ৩৫ হাজার ২৬১ জন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

সর্বশেষ খবর