১ ডিসেম্বর, ২০২০ ১১:৫৯

করোনামুক্ত জেমি ডে

অনলাইন ডেস্ক

করোনামুক্ত জেমি ডে

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেমির করোনামুক্তের খবর জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

করোনামুক্ত হওয়ায় প্রধান কোচকে কাতারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানায় বাফুফে। আগামী শুক্রবার কাতারের বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল বুধবার কোচ কাতারে গেলে হাতে কেবল একদিন সময় পাবেন। এর মধ্যে রয়েছে তিনদিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম। তবে বাফুফে চেষ্টা করছে কোয়ারেন্টিনের সময়টা কমিয়ে ম্যাচের দিন দলের ডাগআউটে কোচকে রাখার। 

নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের পর করোনা আক্রান্তের খবর দেন জেমি ডে। ফলে দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে ছিলেন না কোচ। কোয়ারেন্টিনে থাকার কারণে যেতে পারেননি দলের সঙ্গে কাতারেও।

এর মধ্যে কাতারে গিয়ে খেলা দুই প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আর্মি দলের কাছে ৩-২ গোলে হারার পর লুসাইল স্পোর্টস ক্লাবের কাছে ১-০ গোলে হারে জামাল ভূঁইয়ার দল। প্রধান কোচের অনুপস্থিতিতে কাতারে বাংলাদেশ দলকে দেখাশুনা করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর