রয় লেজেল নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সৈনিক নিজের ১০০তম জন্ম দিনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন। গত বুধবার ছিল লেজেলের ১০০তম জন্মদিন। ওই দিনই ডেভনের নিজ বাড়িতেই টিকা নেন লেজেল।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লেজেলের জন্মদিন উপলক্ষে গত সপ্তাহের বুধবার বেশ কিছু আত্মীয় এবং পরিবারের অন্য সদস্যরা রয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর সেই দিনই টিকা নেওয়ার ডাক পড়ে তার।
নিজের জন্মদিনকে এভাবে পালন করতে পেরে স্বভাবতই খুশি রয়। তিনি বলেন, ১০০তম জন্মদিন প্রতিদিন আসে না। কোভিড পরিস্থিতিতে জন্মদিনে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্সের কমব্যাট ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন রয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে যুক্তরাজ্যে করোনার টিকা দেওয়া। করোনার এই টিকা কার্যক্রমকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আবু জাফর