সিনোভ্যাক বায়োটেকের 'কোরোনাভ্যাক' অনুমোদন দিয়েছে চীন। দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানায়, জনসাধারণ এই টিকা ব্যবহার করতে পারবে। খবর রয়টার্স এর।
আজ শনিবার এ অনুমোদন দেওয়া হয়। এ নিয়ে স্থানীয়ভাবে উৎপাদিত করোনার দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অনুমতি পেল সিনোভ্যাক বায়োটেকের 'কোরোনাভ্যাক'।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এর সহযোগিতায় বেইজিং ইনস্টিটিউট উৎপাদিত টিকা অনুমোদন পায়।
বিডি-প্রতিদিন/শফিক