করোনাভাইরাসের টিকা নিয়েছেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি। আজ রবিবার সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তারা টিকা নেন।
তিন বিচারপতি হলেন আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীম ও একই বেঞ্চের অপর বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান।
সূত্র জানায়, বিএসএমএমইউতে করোনার টিকা গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্য বিচারপতিরাও।
দেশের দ্বিতীয় কেন্দ্র হিসেবে বিএসএমএমইউয়ে টিকাদান শুরু হয় গত ২৮ জানুয়ারি। সেদিন প্রথম টিকা নেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকা দেওয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন ২৬ জন টিকা নেন। তাদের মধ্যে প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এর পরদিন রাজধানীতে পাঁচটি হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ