করোনার টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, আসলেই এটা একটা উৎসব, টিকা নিয়ে আমার ভালো লাগছে। কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধা ঘণ্টা পর্যবেক্ষণে ছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি।
আজ সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিইসি করোনার টিকা নেন। তিনি বলেন, আমি অনুরোধ করব আমার ভোটারদেরকে- আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। এটা কোভিড থেকে সুরক্ষার একটা অত্যন্ত ফলপ্রসূ উপায়।
অনেকে বলছে নির্বাচন ব্যবস্থাকে টিকা দেওয়া দরকার, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কোনো প্রশ্ন হলো?
বিডি প্রতিদিন/ফারজানা