১ মার্চ, ২০২১ ২০:০৭

বেসরকারি খাতকে টিকা দেবে না সরকার: স্বাস্থ্যের ডিজি

অনলাইন ডেস্ক

বেসরকারি খাতকে টিকা দেবে না সরকার: স্বাস্থ্যের ডিজি

ডা. এ বি এম খুরশীদ আলম। ফাইল ছবি

বেসরকারি খাতকে করোনার কোনো টিকা সরবরাহ করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম।

আজ সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। স্বাস্থ্যের ডিজি বলেন, ‌‘সরকার বেসরকারি খাতকে টিকা না দিলেও তারা টিকা আমদানি করতে পারবে। সেক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দেবে।’

করোনার টিকা প্রাপ্তি নিয়ে সংশয়ের বিষয়ে তিনি বলেন, ‘টিকা নিয়ে কোনো সংশয় নেই। সময়মতো টিকা আসবে।’

গত ১০ ফেব্রুয়ারি করোনার টিকাদান কার্যক্রমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন। সংগঠনটি বিক্রি করার উদ্দেশ্যে সরকারের কাছে ১০ লাখ করোনার টিকা চেয়েছিল। টিকাদান কার্যক্রমে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার দাবি জানিয়েছিলেন সংগঠনটির নেতারা।

তখন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর