বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি ২৬ লাখ ৬৫ হাজারের মতো।
দৈনিক মৃত্যু আর সংক্রমণ শনাক্তে এখনও শীর্ষে ব্রাজিল। ১১শ’র বেশি মানুষের মৃত্যুতে লাতিন দেশটির মোট প্রাণহানি দু’লাখ ৭৮ হাজার ছাড়াল।
দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৬৩৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে মেক্সিকোতে। আর যুক্তরাষ্ট্রে এদিন মারা গেছে ৬১৫ জন। মার্কিন মুলুকে মোট প্রাণহানি ৫ লাখ ৪৭ হাজারের ওপর। রবিবারও কোভিড-১৯ ৪শ’র কাছাকাছি মানুষ মারা গেছে রাশিয়ায়।
এদিকে, ২৪ ঘণ্টায় তিন লাখ ৬০ হাজারের মতো মানুষের শরীরে নতুনভাবে শনাক্ত হয়েছে ভাইরাসটি। বিশ্বে মোট সংক্রমিত এখন ১২ কোটির ওপর।
বিডি প্রতিদিন/কালাম